মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

মোরেলগঞ্জে মাদক কারবারিদের মারপিটে ছাত্রলীগের ৫ কর্মী আহত

বুধবার, জুলাই ৩, ২০২৪
মোরেলগঞ্জে মাদক কারবারিদের মারপিটে ছাত্রলীগের ৫ কর্মী আহত

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক:
  
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক করবারিদের হামলায় ছাত্রলীগের ৫ কর্মী আহত হয়েছেন। 

সোমবার রাত রাত ৯ টার দিকে পৌর শহরের বয়রাতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী মো. ফয়সাল শেখ, মাসুম হাওলাদার ও আবু বকর রাকিবকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত শাকিল আহমেদ শান্ত ও মো. তারিফ শেখকে প্রাথমিক চিকিসা দেওয়া হয়েছে। আহতরা সকলেই ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রূপম। 

এ ঘটনায় মাদক কারবারি জামাল শেখ, তার ছেলে রাব্বি শেখ, মেয়ে মালা আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে ঘটনার পরদিন গত মঙ্গলবার (২ জুলাই) রাতে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ দ্বীন ইসলাম নামে এক আসামিকে গ্রেফতার করেছে। অবাধে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

   এ সম্পর্কে মোরেলগঞ্জ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন বলেন, এ মামলার আসামিদের নামে মাদক আইনে প্রায় ৩০টি মামলা রয়েছে। ১ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল