আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পূর্বাঞ্চলের আগ্রি প্রদেশে ২০ টনের একটি স্বর্ণের রিজার্ভ আবিষ্কার করা হয়েছে। যার মূল্য ১.২ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১০ জুন) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন দেশটির শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা বারানক। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।
আগ্রিতে তুর্কি স্বর্ণের খনির সংস্থা কোজা আল্টিনের নতুন সুবিধাসমূহের এক অনুষ্ঠানে মোস্তফা বারানক বলেন, একই অঞ্চলে ৩.৫ টনের একটি রূপার রিজার্ভও আবিষ্কার হয়েছে। যার মূল্য ২.৮ মিলিয়ন ডলার।
১৬০ মিলিয়ন ডলারের সুবিধা সম্পন্ন এই সংস্থায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ৫০০ কর্মচারী কাজ করছে এবং ২ হাজার কর্মসংস্থান রয়েছে। আর এটি তুরস্ক এবং অত্র অঞ্চলের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যোগ করেন তিনি।
আগামী ২০২২ সালের শেষ নাগাদ এই স্বর্ণের খনি থেকে সম্পদ উত্তোলণ শুরু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তুর্কি মন্ত্রী। আরো স্বর্ণের খোঁজে জরিপ এবং অনুসন্ধান চলমান থাকবে বলেও জানান তিনি।
এর আগে গত বছরের ডিসেম্বরে তুরস্কের উত্তর-পশ্চিম মারমারা অঞ্চলে তুর্কি সার উত্পাদক গুব্রেটাস কর্তৃক ৬ বিলিয়ন ডলার সমমূল্যের স্বর্ণ আবিষ্কার হয়েছিল।
সময় জার্নাল/আরইউ