নিজস্ব প্রতিবেদক, সময় জার্নাল : গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শেখ মুজিবর রহমান। বৃহস্পতিবার (১০ জুন) তাকে বেতন কাঠামোর শীর্ষ গ্রেডে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, খাদ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) শেখ মুজিবর রহমান গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে গ্রেড-১ কর্মকর্তা হিসেবে খাদ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব থাকার সময় গত ৩০ ডিসেম্বর খাদ্য অধিদফতরের মহাপরিচালক নিয়োগ পান শেখ মুজিবর রহমান।
সময় জার্নাল/আরইউ