এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে।
শুক্রবার ( ৫ ই জুলাই) দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া যদুরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুর্ঘটনায় পিকআপের হেলপার এবং চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। পিকআপের ড্রাইভার এখনো আটকা পড়ে আছে । তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনা স্থলে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনটি বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পরিবহনটি সামনে থাকে বিদ্যুতের খুঁটির সাথে গিয়ে প্রচন্ড গতিতে ধাক্কা খেয়ে খুঁটিটি একপাশে হেলে পড়ে। এতে অল্পের জন্য পরিবহনটি খাদে পড়া থেকে রক্ষা পায়। এ সময় পরিবহনে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হয়। তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এস, আই আব্দুল্লাহেল বাকী জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটা বাস ও ফরিদপুর গামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় বাস ও পিক-আপের সামনের অংশ সম্পূর্ণ দূমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনায় বাস- পিকআপ ছিটকে গিয়ে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের খুঁটির সাথে ধাক্কা লেগে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ভাঙ্গা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এমআই