সাইদ আহম্মদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়:
রোদে পুড়ে, ঘামে ভিজে, গান, রণ সংগীত ও স্লোগান দিয়ে আগারগাঁও মোড় অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
মূলত সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ মোট চারটি দাবি বাস্তবায়নের লক্ষে সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্লাস -পরীক্ষা বর্জন এবং আজকে বাংলা ব্লকেড করার কর্মসূচি গ্রহন করেছে সাধারন শিক্ষার্থীরা। সেই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে রাস্তা বন্ধ করে আন্দোলনে নামে শেকৃবি শিক্ষার্থীরা।
রবিরার (৭ জুলাই) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে আগারগাঁও মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে আন্দোলন করায় তিব্র যানযটের সৃষ্টি হয় আগারগাঁও -ফার্মগেট -মিরপুর ১০- শিশুমেলা মহাসড়কে। পরে ৬.৩০ মিমিটে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় ।
আন্দোলনরত শিক্ষার্থীরা অতি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য আহ্বান জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ সময় আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, এটা কোন ব্যক্তির আন্দোলন নয়, প্রতিটি শিক্ষার্থীর আন্দোলন, সারা দেশের আন্দোলন। আজকে যদি দেশে যে মেধাগুলো আছে সেই মেধাগুলো যদি কাজে না লাগে, মেধাগুলোর যে যোগ্য স্থানে যাওয়া উচিত সেখানে না যেতে পারে, অযোগ্য লোক যদি দেশের যোগ্য স্থানে চলে যায়, গোটা দেশ তাহলে ক্ষতিগ্রস্ত হবে। দেশের মেধা যেন কাজে লাগে, দেশ যেন সামনের দিকে এগিয়ে যায়, সেই লক্ষ্যেই আমাদের এ আন্দোলন। যতদিন না আমরা সফল হয়, ততদিন আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এমআই