সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন, ‘নতুন পেনশন স্কিমে চল্লিশ বছর নিজের টাকা অন্যের ঘরে রেখে তা পাওয়া হল ভাওতামি। যারা অংক শেখায় তাদের নতুন করে অংক শেখানোর ষড়যন্ত্র করা হচ্ছে।’
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন।
ড. আনোয়ার হোসেন বলেন, শিক্ষকদের তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা পিছু হটবো না। কোনও ছাড় দেওয়া হবে না। এই এজেন্ডা আমাদের ব্যক্তিগত নয় বরং শিক্ষক সম্প্রদায় ও বাঙ্গালী জাতির। কারণ জাতিকে ধংসের ষড়যন্ত্র হচ্ছে।
উল্লেখ্য, ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারসহ তিন দফা দাবিতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রতিদিন বেলা ১২টায় অনুষদ ভবনের নীচতলায় অবস্থান নিয়ে একঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
অন্যদিকে একই দাবিতে কর্মকর্তা-কর্মচারীরাও অফিস বর্জন করে প্রশাসন ভবনের ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
সময় জার্নাল/এলআর