শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি :
কোটাবিরোধী আন্দোলন ঘিরে কুমিল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্দেশে শিক্ষার্থীরা রওনা দিলে আনসার ক্যাম্প সংলগ্ন রাস্তায় পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে। এতে দুই সাংবাদিকও আহত হয়েছেন।
আহত দুই সাংবাদিক হলেন দৈনিক আমাদের সময়ের কুবি প্রতিনিধি অনন মজুমদার ও চ্যানেল আইয়ের কুবি প্রতিনিধি সৌরভ সিদ্দিকী।
বৃহস্পতিবার বিকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করছেন।
এমআই