আবদুল্লাহ কাদের মালদ্বীপ:
মালদ্বীপ ও বাংলাদেশের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ও মালদ্বীপের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের স্পোর্টস ফিটনেস এন্ড রিক্রিয়েশন মিনিস্ট্রিতে ক্রীড়া সামগ্রী (ফুটবল, ভলিবল, ফুটসাল বল ও বিপস) হস্তান্তর করেন।
এক অনাড়ম্বর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহমেদ রিয়াজ উক্ত ক্রীড়া সামগ্রী গ্রহন করেন।
তিনি মান্যবর হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং প্রাপ্ত ক্রীড়াসামগ্রীসমূহ মালদ্বীপের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে মর্মে বিশ্বাস করেন।
মান্যবর হাইকমিশনার সকল ক্ষেত্রে মালদ্বীপের সাথে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগন ও মিশনের কাউন্সেলর উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর