এম পালাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত আরো পাঁচজন যাত্রী।
শনিবার (১৩ জুলাই) সকালে খুলনা -ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে পুলিশ জানায়।
আহত হলেন, মনোয়ার বেগম (৪৫) নামের এক নারীকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, সকাল সাড়ে সাতটার দিকে রাজিব নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিল। এ সময়ে বিপরীত থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগামী দোলা নামের বাস সজোরে ধাক্কা দেয়।
এ সময় রাজিব নামের বাসের ৬ যাত্রী গুরতর আহত হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শ্রীধর গাঙ্গুলী নামের এক যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে।
দুর্ঘটনা কবলের বাস দুটিকে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সময় জার্নাল/এলআর