সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
সার্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারসহ তিন দফা দাবিতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে সকল ধরনের একাডেমিক ও দপ্তরিক কাজ থেকে বিরত রয়েছেন তারা। এছাড়া প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় এক ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ শনিবার (১৩ জুলাই) অষ্টম দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।
অবস্থান কর্মসূচি পালনকালে শিক্ষকরা বলেন, বর্তমানে শিক্ষার্থীদের আন্দোলনে দেশের রাজপথ উত্তপ্ত। মাঠ এখন তাদের দখলে। আর আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। ফ্যানের নিচে বসে, বেস্টনির মধ্যে থেকে এভাবে আন্দোলন করে কখনও দাবি আদায় হবে না। প্রয়োজনে শিক্ষকদেরকে রাস্তায় নামতে হবে। শেখপাড়া থেকে ক্যাম্পাস পর্যন্ত এইটুকু যদি আমরা দখলে নিতে পারি তাহলে সরকারের দৃষ্টি অবশ্যই আকৃষ্ট হবে। দ্রুত ফলাফল আসবে বলে আশা করা যায়। তাই শিক্ষকদের অ্যাকশনের আহবান জানাই।
এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের প্রায় একশত শিক্ষক কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দলমত নির্বিশেষে সব শিক্ষক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান।
এদিকে একই দাবিতে গত ১জুলাই থেকে কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। প্রতিদিন অফিস বর্জন করে প্রশাসন ভবনের ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়। তারা দাবি আদায়ে সকলকে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন।
কর্মসূচিতে কর্মকর্তারা বলেন, আমাদের আগত প্রজন্মকে বাঁচানোর জন্য আমরা লড়াই করছি। তারা যেন স্বাভাবিক একটা জীবনের নিশ্চয়তা পায়। নতুবা তাদেরকে ভবিষ্যতে অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় পড়তে হবে। দাবি আদায়ে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
সময় জার্নাল/এলআর