মোঃ হাবিবুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ ই মার্চ এর ভাষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সিদ্ধান্ত মোতাবেক ২০২১ সাল হতে জাতীয় দিবস হিসেবে পালিত হতে যাচ্ছে। এ জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচি ঘোষণা করেছে।
এদিন ৭ ই মার্চ ভোর ৬ঃ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার (রুটিন দায়িত্ব প্রাপ্ত) কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করবেন। এসময় ৭ই মার্চ এর ভাষণটিও বাজানো হবে। তারপর শহীদমিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন এর জন্য উন্মুক্ত থাকবে।
বিকাল ৩ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র সামনে মুক্তমঞ্চে প্রজেক্টরের মাধ্যমে সর্বসাধারণের জন্য প্রদশর্শন করা হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার হতে প্রচারিত ৭ই মার্চ এর জাতীয় অনুষ্ঠানটি বিশ্ববদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীকে শোনার অনুরোধ করা হয়েছে।
সময় জার্নাল/এমআই