নিজস্ব প্রতিবেদক:
কোটা আন্দোলনের ছয় সমন্বয়কারীকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।
আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।
গত শুক্রবার (২৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার (২৭ জুলাই) মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনের সমন্বায়করা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকায় তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছিল বলে জানিয়েছিলেন ডিবি প্রধান।
এমআই