আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। শনিবার এ হামলা হয়। খবর ডনের।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, দুটি মিনিভ্যান লক্ষ্য করে রাজধানী কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় বোমা হামলা হয়। এতে সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র আহমাদ জিয়া বলেন, একই সড়কের দুই কিলোমিটারের মধ্যে দুটি মিনিভ্যান লক্ষ্য করে হামলা হয়।
শনিবার প্রথম বিস্ফোরণে ছয়জনের মৃত্যু হয় এবং আহত হন দুজন। পরের বিস্ফোরণ হয় মুহাম্মদ আলী জিন্নাহ হাসপাতালের সামনে। এ হামলায় নিহত হন একজন এবং আহত হন আরও চারজন।
এখনও নিশ্চিত হওয়া যায়নি হামলায় কোন ধরনের বোমা ব্যবহার করা হয়েছে।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউই স্বীকার করেনি।
সম্প্রতি কাবুলে হাজারা সম্প্রদায়ের ওপর হামলা বেড়েছে। হাজারা সম্প্রদায়ের মানুষ শিয়া মতাবলম্বী। কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় নিয়মিত এ ধরনের হামলা চালিয়ে আসছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। এ মাসের শুরুতেই চারটি পৃথক হামলায় ১৮ জনের মৃত্যু হয়েছিল।
সময় জার্নাল/আরইউ