এক সমুদ্র কষ্টের প্রেম
প্রেম মানেই এক সমুদ্র কষ্টের মাঝে কচুরিপানা হয়ে বেঁচে থাকা
প্রেম মানে পাবেনা জেনেও ভালোবেসে যাওয়া!
প্রেম মানে অবহেলায় তলিয়ে যাওয়া
প্রেম মানে কষ্ট নিয়ে বাঁচতে শেখা।
প্রেম মানে হঠাৎ বৃষ্টি কাঁন্না করা
প্রেম মানে নীরাবতায় তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্খা।
প্রেম মানে জীবন খাতা দুঃখে ভরা
প্রেম মানে পাবেনা জেনেও তোমাকে পাওয়ার আশা করা।
প্রেম মানে হঠাৎ করেই দুজন মিলে পিছু হটা
প্রেম মানে অতীত ভুলে সংগ্রাম করা।
প্রেম মানে অবহেলার পাত্র হওয়া
প্রেম মানে জীবন পাতায় কলঙ্কের দাগ দাগা।
প্রেম মানে জীবনের অতীত ভুলে থাকা
প্রেম মানে প্রিয় মানুষকে দেখে না দেখার চেষ্টা করা।
প্রেম মানে দুঃখে ভরা গল্পের জীবন
প্রেম মানে স্বার্থে ভরা জীবন মরণ।
প্রেম মানে আঘাত দিয়ে দূরে থাকা
প্রেম মানে অন্য মানুষের কাঁন্নাগুলো না বুঝার চেষ্টা করা।
প্রেম মানে স্বার্থপর,চাওয়া পাওয়া
প্রেম মানে অভিনয়ের জীবন গড়া।
লেখক: মোঃ সাইফুল ইসলাম, কবি ও শিক্ষার্থী।