স্পোর্টস ডেস্ক:
প্যারিস অলিম্পিকে আজ ২৫টি সোনার লড়াই অনুষ্ঠিত হবে। এর মধ্যে অ্যাথলেটিকসে ৫টি, ক্যানো স্প্রিন্ট ও বক্সিংয়ে রয়েছে ৩টি। আজ (বুধবার) লড়াই শুরু হবে ম্যারাথন সুইমিং দিয়ে। খেলা শুরু হবে বেলা সাড়ে ১১টায়। মেয়েদের ১০ কিলোমিটারে এই খেলাা হবে।
এরপর স্পোর্টস ক্লাইম্বিং পুরুষ স্পিড ফাইনাল বিকেল ৪টা ৫৪ মিনিটে অনুষ্ঠিত হবে। ক্যানো স্প্রিন্টের প্রথম খেলা পুরুষ ডাবল ৫০০ মিটার বিকেল ৫টা ২০ মিনিটে, মেয়েদের কায়াক ফোর ৫০০ মিটর ৫টা ৪০ মিনিটে ও পুরুষ কায়াক ফোর ৫০০ মিটার বিকেল ৫টা ৫০ মিনিটে হবে।
সেইলিংয়ে পুরুষ কাইট বিকেল ৪টা ১৩ মিনিটে ও মেয়েদের কাইট ৫টা ১৩ মিনিটে। ডাইভিংয়ে পুরুষ ৩ মিটার স্প্রিংবোর্ড সন্ধ্যা ৭টায় হবে।
ভারোত্তোলনে মেয়েদের ৫৯ কেজি সন্ধ্যা ৭টায় ও পুরুষ ৭৩ কেজি রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। হকিতে পুরুষ ফাইনাল (জার্মানি-নেদারল্যান্ডস) রাত ১১টায়।
সাইক্লিংয়ে মেয়েদের কেরিন রাত ১১টা ০১ মিনিটে ও পুরুষ ওমনিয়াম পয়েন্টস রেস ৪/৪ রাত ১১টা ২৭ মিনিটে।
তায়কোয়ান্দোতে পুরুষ ৬৮ কেজি ফাইনাল রাত ১টা ১৯ মিনিটে ও মেয়েদের ৫৭ কেজি ফাইনাল রাত ১টা ৩৭ মিনিটে।
অ্যাথলেটিকসের খেলা শুরু হবে মেয়েদের লং জাম্প দিয়ে, রাত ১২টায়। এরপর পুরুষ জ্যাভেলিন থ্রো রাত ১২টা ২৫ মিনিটে, পুরুষ ২০০ মিটার সাড়ে ১২টায়, মেয়েদের ৪০০ মিটার হার্ডলস রাত ১টা ২৫ মিনিটে, পুরুষ ১১০ মিটার হার্ডলস রাত ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
কুস্তিতে ৩টি ফাইনালের প্রথমটি পুরুষ গ্রেকো-রোমান ৬৭ কেজি রাত ১১টা ৫৫ মিনিটে। এরপর পুরুষ গ্রেকো-রোমান ৮৭ কেজি সাড়ে ১২টায় ও মেয়েদের ফ্রিস্টাইল ৫৩ কেজি রাত ১টা ১৫ মিনিটে হবে।
বক্সিংয়ে পুরুষ ৫১ কেজি ফাইনাল রাত ২টা ৩৪ মিনিটে ও মেয়েদের ৫৪ কেজি ফাইনাল রাত ২টা ৫১ মিনিটে অনুষ্ঠিত হবে।
সময় জার্নাল/এলআর