সময় জার্নাল প্রতিবেদক : সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি পদে তপন বিশ্বাস (দৈনিক জনকণ্ঠ) ও সাধারণ সম্পাদক পদে মাসউদুল হক (ইউএনবি) নির্বাচিত হয়েছেন।
রোববার জাতীয় প্রেসক্লাবে ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। বিএসআরএফের ১৫৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫২ জন।
একটি ব্যালট পেপার বাতিল হয়ে যায়। কার্যনির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ছাড়া সবগুলো পদে ভোট অনুষ্ঠিত হয়েছে।
তপন বিশ্বাস ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব (দৈনিক সমকাল) পেয়েছেন ৬১ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী মাসউদুল হক পেয়েছেন ৮৪ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আরিফ হোসেন (এটিএন নিউজ) পেয়েছেন ৬৭ ভোট।
এ ছাড়া কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোতাহার হোসেন (দৈনিক বর্তমান)। তিনি ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোরছালীন বাবলা (চ্যানেল আই) পেয়েছেন ৬৪ ভোট।
তাওহিদুল ইসলাম (আমাদের সময়) বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কমিটিতে সহসাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম (জাগরণ), সাংগঠনিক সম্পাদক আকতার হোসাইন (ভোরের ডাক), অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ সুমন (বিটিভি), দপ্তর সম্পাদক মো. মোসকায়েত মাশরেক (রেডিও টুডে) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন বাহরাম খান (কালের কন্ঠ)।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- জাগোনিউজের ইসমাইল হোসাইন রাসেল (১৪০ ভোট), ইত্তেফাকের এম এ জলিল মুন্না (মুন্না রায়হান) (৮১), মাইটিভির মাইনুল হোসেন পিন্নু (৭৬), বার্তা২৪-এর শাহজাহান মোল্লা (৭৪), ইন্ডিপেনডেন্ট টিভির হাসিফ মাহমুদ শাহ (৬৯), ঢাকা পোস্টের শাহাদাত হোসেন (রাকিব) (৫৬), আমার সংবাদের মো. বেলাল হোসেন (৫৫) ও যমুনা টিভির মো. রুবায়েত হাসান (৫১)।
সময় জার্নাল/এসএ