মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

১২ সিটিতে প্রশাসকের আসনে বসলেন যারা

সোমবার, আগস্ট ১৯, ২০২৪
১২ সিটিতে প্রশাসকের আসনে বসলেন যারা

নিজস্ব প্রতিবেদক:

ছাত্র-জনতার আন্দোলনের জেরে আওয়ামী লীগের পতনের পর গঠিত অন্তবর্তীকালীন সরকার দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করেছে। একই সঙ্গে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়।

সোমবার (১৯ আগস্ট) আলাদা প্রজ্ঞাপনে মেয়রদের অপসারণ ও প্রশাসক নিয়োগের কথা জানানো হয়।

অপসারণের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি করপোরেশনের মেয়রদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।

অন্য প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়- স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে (তোফায়েল ইসলাম) চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনার বিভাগীয় কমিশনারকে (হেলাল মাহমুদ শরীফ) খুলনা সিটি করপোরেশন, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে (ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর) রাজশাহী সিটি করপোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনারকে (আবু আহমদ ছিদ্দিকী) সিলেট সিটি করপোরেশন, বরিশাল বিভাগীয় কমিশনারকে (মো. শওকত আলী) বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি করপোরেশন, রংপুরের বিভাগীয় কমিশনারকে (মো. জাকির হোসেন) রংপুর সিটি করপোরেশন, ঢাকার বিভাগীয় কমিশনারকে (সাবিরুল ইসলাম) গাজীপুর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে (উম্মে সালমা তানজিয়া) ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫(ক) এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।

এর আগে রোববার (১৮ আগস্ট) ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা চেয়ারম্যান এবং ৩২৩ জন পৌর মেয়র রয়েছেন।

মৃত্যুজনিত কারণে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। খালি হওয়া ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল