নিজস্ব প্রতিবেদক:
ইতিপূর্বে স্বীকৃতি প্রাপ্ত ৫৭টি এবং ১৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতিসহ এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সাধারণ শিক্ষক-কর্মচারীরা।
বৈষম্য বিরোধী প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারি ঐক্য ফোরাম এর নেতৃত্বে সারাদেশে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের এক সঙ্গে স্বীকৃতি ও এমপিওর দাবিতে বুধবার (২১ আগস্ট) প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি চলছে।
সারাদেশ থেকে আসা শিক্ষক-কর্মচারীরা ‘যদি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও হয় তবে সেটা দেশের জয়’, ‘আর নয় অঙ্গীকার এবার চাই অধিকার’, ‘ প্রতিবন্ধীদের শিক্ষকরা আজ অনাহারে মরে’, ‘ সরকারের যদি ইচ্ছে হয় এমপিও কোন বিষয় নয়’ ইত্যাদি প্ল্যাকার্ড হাতে অবস্থান করছেন।
এসময় বক্তারা বলেন, একটি প্রতিবন্ধী বিদ্যালয় গড়ে তোলা সহজ নয়। আজ যদি এই বিদ্যালয়গুলো ঝরে যায় তা হবে বড় ক্ষতি। সরকারের পৃষ্ঠপোষকতাই পারে এগুলোর প্রাণ ফিরে পেতে।
আজকের মধ্যে তাদের দাবি মেনে নেয়ার আহবান জানান। দাবি মেনে না নেয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এমআই