স্পোর্টস ডেস্ক:
অমিত শাহের ছেলে জয় শাহ দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই সচিব পদের দায়িত্বে আছেন। এশিয়ার ক্রিকেট সংস্থারও (এসিসি) সভাপতিও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে।
তবে সম্প্রতি জানা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসির চেয়ারম্যান হওয়ার দৌড়ে আছেন তিনি। তার পরই ভারতীয় ক্রিকেটমহলে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, জয় শাহ সচিবের পদ ছাড়লে সেখানে কাকে দেখা যাবে?
আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচন নভেম্বর মাসে। সূত্রের খবর, সেখানে প্রার্থী হতে পারেন জয় শাহ। বস্তুত বিসিসিআই সচিব এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিত্বদের মধ্যে একজন।
বর্তমান চেয়ারম্যান বার্কলে জানিয়ে দিয়েছেন, তিনি তৃতীয়বার নির্বাচনে লড়তে চান না। সূত্রের খবর, জয় শাহ যে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান, সেটা ইতিমধ্যেই স্পষ্ট।
সেক্ষেত্রে বিসিসিআইয়ের সচিব পদে তার বিকল্প হিসেবে উঠে আসছে মূলত তিনটি নাম। সংবাদসংস্থা পিটিআইয়ের মতে এই তিনজন হলেন রাজীব শুক্লা, আশিস শেলার ও অরুণ ধুমাল। এদের মধ্যে রাজীব শুক্লা ইতিমধ্যেই বিসিসিআইয়ের সহ-সভাপতি পদে রয়েছেন।
বোর্ডের কাজকর্মের বিষয়েও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কংগ্রেসের রাজ্যসভার সাংসদের। তাঁর ক্ষেত্রে আরও যেটা সুবিধা সেটা হল, রাজনৈতিক গণ্ডী অতিক্রম করে সবার সাথেই তার ভালো সম্পর্ক। সেক্ষেত্রে জয় শাহের বাকি থাকা এক বছরে সচিব পদে অনেকেই দেখছেন তাকে।
দ্বিতীয় যার নাম উঠে আসছে, তিনি বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ। আশিস শেলার কেন্দ্রের শাসকদলের প্রভাবশালী নেতাও। তাছাড়া মুম্বই ক্রিকেট সংস্থার সাথেও দীর্ঘদিন ধরে যুক্ত তিনি। তবে এটাও ঠিক যে, বোর্ড সচিব হওয়া সময়সাপেক্ষ কাজ। শেলার সেই দায়িত্ব নিতে চাইবেন কিনা, সেটাও প্রশ্ন।
অন্যদিকে অরুণ ধুমাল আইপিএলের প্রধান। ফলে তিনিও এগিয়ে থাকবেন বিসিসিআই সচিবের দৌড়ে। তবে এরা ছাড়াও আরো অনেকেই আছেন এই পদের সম্ভাব্য প্রার্থী তালিকায়।
সময় জার্নাল/এলআর