নিজস্ব প্রতিবেদক:
কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম'র ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালন ।
মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম'র ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে কাজী নজরুল ইসলাম এর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন, দোয়া ও সংক্ষিপ্ত আলোচনায়, কবি কাজী নজরুল ইসলাম কে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশের দাবি করা হয়।
জাতীয় কবি জাতীয় সংস্কৃতির পরিচয় বহন করে। পৃথিবীর অন্যান্য দেশে "জাতীয় কবি"কে বিশেষ ভাবে মূল্যায়ন করা হয়। আমাদের সবার প্রাণের কবি কাজী নজরুল ইসলাম'কে পৃথিবীর অন্যান্য দেশের "জাতীয় কবি"র মতন করে সন্মান করা উচিত বলে সবাই মনে করেন।
আয়োজনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মিয়া, এডভোকেট কে এম আশরাফ,ছোট গল্পকার কাজী এনায়েত হোসেন, সংগঠক মুহাম্মদ হাবিল উদ্দিন, ড. মোমতাজ উদ্দিন আহাম্মদ, গবেষক শাহ সিদিক,কবি সৈয়দ নাজমুল আহসান,মসলেহ উদ্দিন খান মজলিস, কবি ফরিদ সাইদ,কবি মুহাম্মদ ইসমাইল, ডা মআআ মুক্তাদীর,হাফিজুর রহমান কবির, ফারহানা ওয়াহেদ তূণা,অধ্যাপক সালমা জাহান গোধূলি, সংগঠক আলেয়া আলো,নাট্য অভিনেতা ইকবাল,রিয়াদ মাহমুদ খান প্রমুখ।
এমআই