স্পোর্টস ডেস্ক:
মাঠে বল গড়ানো ছাড়াই সমাপ্ত প্রথম দিনের খেলা। লম্বা সময় ধরে বৃষ্টি হওয়ার কারণে মাঠেই যেতে পারেননি ক্রিকেটাররা, হয়নি টসও। হোটেল রুমে বসেই সাকিব-মুশফিকরা শুনছেন দিন পরিত্যক্ত হওয়ার ঘোষণা।
টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তানের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার পর মাঠ পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়।
রাওয়ালপিন্ডিতে গত দু’দিন ধরেই ভারী বর্ষণ চলছে। আজও বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সেই পূর্বাভাসই সত্যি প্রমাণ হয়েছে। প্রবল বর্ষণের কারণে মাঠেই আসতে পারেনি দু’0দলের ক্রিকেটাররা। হোটেলে বসেই করছেন বৃষ্টি বিলাস।
এর আগে, প্রথম টেস্টের প্রথম দিনেও বৃষ্টি বাধা দেয়। তবুও খেলা হয় ৪১ ওভার। আজ হতে পারল না একটি বলও। তবে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এ টেস্ট ড্র হলেও বাংলাদেশ পাবে ঐতিহাসিক এক সিরিজ জয়ের দেখা।
বাংলাদেশ-পাকিস্তানের চলমান এই সিরিজ ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই উভয় দলের জন্যই শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ।
সময় জার্নাল/এলআর