তিতুমীর কলেজ প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ড.দিপু মনি বলেছেন, শুধু শিক্ষার্থীর দিক থেকেই নয় সর্বক্ষেত্রে তিতুমীর কলেজের জয়জয়কার। শিক্ষা,সংস্কৃতি ও রাজনৈতিক ঐতিহ্যে বিভিন্ন দিকে রাজধানীর তিতুমীর কলেজের সুনাম দেশব্যাপী ছড়িয়েছে।
মঙ্গলবার (১৫জুন) বিকেল ৪টায় স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে বৃক্ষরোপণে কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় বৃক্ষরোপণ করতে ভালোবাসতেন এবং উৎসাহ প্রদান করতেন। গাছের প্রতি বঙ্গবন্ধুর ছিল অকৃত্রিম টান। মুজিব বর্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
এসময় ড.দিপু মনি বলেন, তিতুমীর কলেজে আসতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছি। তিতুমীর কলেজের দেশব্যাপী অনেক সুনাম। তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী অনেকেই মুক্তিযুদ্ধো ছিলেন। বর্তমানে জাতীয় সংসদে তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি তিতুমীর কলেজের বার্তা দিচ্ছেন।
তিতুমীর কলেজ বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান। তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ তালত সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক, এস এম কামাল উদ্দীন হায়দারসহ তিতুমীর কলেজের সকল বিভাগীয় শিক্ষকগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল, কাউন্সিলর মোঃ নাছির উদ্দীন, কাউন্সিলর মোঃ বাছেক মিয়াসহ তিতুমীর কলেজের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
সময় জার্নাল/এমআই