মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আল-আরাফাহ ও কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক

মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪
আল-আরাফাহ ও কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পরিচালকদের নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এরমধ্য দিয়ে ঋণ জালিয়াতির জন্য বহুল আলোচিত এস আলম গ্রুপের প্রভাবমুক্ত হলো ব্যাংকদুটির পর্ষদ। 

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৭(১) এবং ৪৮(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করা হয়েছে। 

একইসঙ্গে ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ দুটি ব্যাংকে পরিচালকদের নিয়োগ দিয়েছে। 

আজ মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনে এবিষয়ে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন পরিচালকরা হলেন- মো. আতাউর রহমান (স্বতন্ত্র পরিচালক); মো. মহসিন মিয়া (স্বতন্ত্র পরিচালক), কামরুল হক মারুফ (পরিচালক); মো. গোলাম মুরতুজা (পরিচালক) এবং শেখ আশ্বাফুজ্জামান (স্বতন্ত্র পরিচালক)। 

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদে - খাজা শাহরিয়ার স্বতন্ত্র পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পর্ষদের অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন- মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান।   

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল