মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

পতিত স্বৈরাচার ও তার দোসরদের থেকে শিক্ষা নিন: ভাঙ্গায় নুরু

শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪
পতিত স্বৈরাচার ও তার দোসরদের থেকে শিক্ষা নিন: ভাঙ্গায় নুরু

এহসান রানা,  ফরিদপুর প্রতিনিধি: 

'' আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নিবেন। মানুষ যাতে আপনাদের উপর ত্যক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে  থাকবেন।  জনগনই ক্ষমতার উৎস্য ''।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে গণঅধিকার  পরিষদ আয়োজিত পথসভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এসব কথা বলেন। 

তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার মনে করেছিলো কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। ছাত্র জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে যেভাবে পতন হলো তা কল্পনাও করা যায়নি। এ কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের  নয়। জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই তখন পতন হয়েছে। 

তিনি আরও বলেন, এক ফ্যাসিবাদ বাসস্ট্যান্ড,টেম্পুস্ট্যান্ড, সবজিবাজারসহ সারাদেশ যেভাবে দখল করেছিলো। তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ জায়গা করতে চায়। তাদের জায়গা হবে না। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।

তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জানান, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পায়, হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। জনগণই সকল ক্ষমতার উৎস।  আপনারা এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। অপরাধী পুলিশের শাস্তি হবে। বাকী পুলিশদের সহযোগিতা করবেন। পুলিশ না থাকলে আইনশৃঙ্খলা থাকবে না। আর কোনো রাজনৈতিক নেতার কথায় মামলা হবে না।

তিনি  বলেন,খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না। আমরা যদি আবার খুনের রাজনীতি করি,তাহলে এ ধারা চলতেই থাকবে।ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। এ বিজয় ধরে রাখতে হবে, তা না হলে ভবিষ্যত অন্ধকার।  আন্দোলনকারীদের উপর যেভাবে গুলি হয়েছে, ১৯৭১ সালেও এ রকম হয়নি। যদি পাকিস্তানীরা গুলি করতো তাহলে শেখ মুজিব সহ তার সহযোগীরা রেসকোর্স ময়দানে চিৎপটাং হয়ে যেত। উপর থেকে গুলি, সমতল থেকে গুলি। এমন নারকীয় হামলা  পাকিস্থানীরাও করেনি। অনেক ত্যাগের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, তাতে যেনো কোনো দুর্বৃত্ত প্রতিষ্ঠিত হতে না পারে।

ভাঙ্গা উপজেলা গণঅধিকার পরিষদের সমন্বয়ক আনিসুর রহমানের সভাপতিত্বে মঞ্চে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া,সাংগঠনিক সম্পাদক জিয়া শেখ,জেলা শ্রমিক অধিকার পরিষদের সমম্বয়ক আরিফ হোসেন, নুর আলম মাতুব্বর, জেলা  ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুনর রশীদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাকিল, সমম্বয়ক বিপ্লব মুন্সি, সোহাগ মোল্লা, আঃ মান্নান  সহকেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল