জেলা প্রতিনিধি, নাটোরঃনাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারের ট্রাস্ট আইসিটি জোনসহ দেশের বিভিন্ন এলাকার ছয়টি প্রতিষ্ঠানকে বেস্ট আইসিটি এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এ্যাওয়ার্ড প্রাপ্ত অপর প্রতিষ্ঠানগুলো হলো-সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইছামতি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, ঈশ্বরদীর স্বপ্ন কম্পিউটার ট্রেনিং সেন্টার, পঞ্চগড়ের দেবীগঞ্জ আইসিটি জোন, পাবনার সুজানগরের মুসা কম্পিউটার ট্রেনিং সেন্টার, ব্রাক্ষণবাড়িয়া প্রধান ডাকঘর পোষ্ট ই সেন্টার।
শুক্রবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামে ডেফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন আয়োজিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে এ পুরষ্কার প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাইকোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান নুরু। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক সোহেল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে ছাইকেলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ড. মহসিন আলী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম সুরুজ, মশিন্দা শিকারপাড়া রশিদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ওসমান গণি, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম কালু বক্তব্য রাখেন। পরে অতিথিরা পুরষ্কার প্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানদের হাতে বেস্ট আইসিটি এ্যাওয়ার্ড তুলে দেন।