সময় জার্নাল ডেস্ক :
সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে বিপুল গোলাবারুদের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা থেকে ৫৫ বিজিবি’র কোম্পানী কমান্ডার লে. কর্নেল সামিউন্নবী চৌধুরীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। ৭-৮টি গাড়িতে করে বিজিবি’র একটি দল বিকেলে সাতছড়ি জাতীয় উদ্যানে অবস্থান নেয়। তারা সন্ধ্যার পর গহীন জঙ্গলে অভিযান শুরু করে।
৫৫ বিজিবি’র কোম্পানী কমান্ডার লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী বলেন, ‘গহীন জঙ্গলে গোলাবারুদ রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিপুল পরিমাণ গোলাবারুদের সন্ধান পাওয়া গেছে ইতোমধ্যে। এ বিষয়ে আজ শনিবার সাতছড়ি জাতীয় উদ্যানে সংবাদ সম্মেলন করা হবে।
সময় জার্নাল/ইএইচ