স্পোর্টস ডেস্ক:
দ্বিতীয় দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজাকে সাজঘরের পথ দেখিয়েছেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারে গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি।
এরপর নতুন ব্যাটার হিসেবে উইকেটে আশা আকাশ দীপ ও রবিচন্দ্রন অশ্বিনকেও দ্রুত ফিরিয়েছেন এই পেসার।
রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিন জুটি প্রথমদিন বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। তাদের জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে ভারত।
চেন্নাই টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩৯ রান রবিচন্দ্রন আশ্বিন তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক।
এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে গত ৪২ বছরেরর ইতিহাসে নাজমুল হোসেন শান্তই প্রথম কোনো অধিনায়ক যিনি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। মাঝে ২০টি টেস্ট অনুষ্ঠিত হলেও এমন সাহসী সিদ্ধান্ত নিতে পারেননি আর কোনো অধিনায়ক।
৯১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩৭৪ রান। উইকেটে আছেন জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
সময় জার্নাল/এলআর