মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্প-২ এর নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকেলে চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামে ঘরের চাবি হস্তান্তর করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ এমদাদ উল্লাহ, সাংবাদিক মুহা. ফখরুদ্দিন ইমন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সদস্য মোঃ হোসাইন নয়ন, মোঃ আবুল হাসেম, জাহাঙ্গীর পাটোয়ারী, আবদুল মমিন, মোঃ রনি মজুমদার, শাকিল মাহমুদ, মোঃ হাসান, মোঃ শাকিল, আলাউদ্দীন আলো, মামুন, সাকিব মিয়াজী, মোঃ হাসান। মোনাজাত পরিচালনা পরিচালনা করেন মাও: সাইয়েদ মোঃ ইউসুফ।
এদিকে ঘরটি নির্মাণে অর্থদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন।
সময় জার্নাল/এলআর