তিতুমীর কলেজ প্রতিনিধি:
অ্যাওয়ারনেস ৩৬০ ফেলোশিপের আওয়াতায় স্টার ফেলো অ্যাওয়ার্ড পেয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থী রেজায়ে রাব্বি জায়েদ। ১৪ সেপ্টেম্বর অ্যাওয়ারনেস ৩৬০ তাদরে এবছরের ৭৮ দেশের ফেলোদের মধ্যে থেকে অ্যাওয়ারনেস ৩৬০ ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪ এর জন্য ৮ জনের নাম ঘোষণা করেন।
অ্যাওয়ারনেস ৩৬০, একটি আন্তর্জাতিক বেসরকারী সংস্থা যারা বিভিন্ন এসডিজি নিয়ে কাজ করে। সংস্থাটি প্রতি বছর এ ফেলোশিপ দেয় বিভিন্ন দেশের তরুণদের মাঝে। যাচাই-বাছাই এর মাধ্যমে নির্বাচিত ফেলোদের বিভিন্ন সামাজিক কার্যক্রম এর প্রশিক্ষণ এর ব্যাবস্থা করেন তারা। প্রশিক্ষণের পরে সোশ্যাল একশন প্রজেক্টের আওতায় প্রশিক্ষিত ফেলোরা বিভিন্ন কার্যক্রম করে থাকেন। ২০২৪ সালে প্রায় ৭৮ দেশের ফেলোরা এই ফেলোশিপ এ অংশ নেয়। যার মধ্যে একশন প্রজেক্টের মাধ্যমে ৮জন স্টার ফেলো হিসেবে নির্বাচিত হয়। যার স্বীকৃতি মিলে তাদের কাজের মাধ্যমে। ৮জন স্টার ফেলোর মধ্যে বাংলাদেশের ৩ তরুণ রয়েছে তালিকায়। যার মধ্যে সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রেজায়ে রাব্বি জায়েদ একজন।
রেজায়ে রাব্বি জায়েদ জানান, এই ফেলোশিপ এর প্রশিক্ষণ এর পরে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় সুপেয় পানির অভাব নিরসনে কাজ করেন। এরই ধারাবাহিকতায় তিনি ৪ টি টিউবওয়েল স্থাপন ও একটি মটর স্থাপন সহ নানাবিধ সামাজিক কার্যক্রম করেন।
যাচাই-বাছাই এর মাধ্যমে এই কার্যক্রম এর স্বীকৃতি হিসেবে তিনি স্টার ফেলো নির্বাচিত হন। অনুপ্রেরণা মূলক নানা কথায় অভিমত ব্যক্ত করে বলেন, এই ধরনের কার্যক্রম আগামী দিনে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিবো। আমাদের তরুনদের মাঝেও এই স্টার ফেলোশিপ তার কার্যক্রম এর স্বীকৃতি হিসেবে এক অনন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য এধরণের কার্যক্রম এ যুক্ত হয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছে তার।
এই বিষয়ে তিনি আরো বলেন, এই সামাজিক কার্যক্রম যেমন নৈতিক মূল্যবোধকে জাগিয়ে তোলে তেমনি আমাদেরকে আরো দক্ষ হিসেবে তৈরী করতে ভূমিকা রাখে। এছাড়া যারা উচ্চ শিক্ষায় দেশের বাইরে যেতে আগ্রহী তাদেরকে এসকল স্বীকৃতি অনেক বেশি সহায়তা করবে বলে আশা রাখি।
উল্লেখ্য, জায়েদ ২০২৩ এর মে মাসে ভারতের রাজস্থান প্রদেশের জয়পুরের পুর্ণিমা ইউনিভার্সিটিতে বিশ্বের ১৮ দেশের ভলিন্টিয়ারদের সাথে কাজ করেন। যাতে সেখানকার তরুণদের শিক্ষা ব্যাবস্থা নিয়ে ২ মাস ব্যাপি একটি ইন্টার্নশিপ হয়।
এমআই