সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

কার্যকর পদক্ষেপ নিতে না পারলে আবারো ভয়াবহ বন্যার মুখে পড়তে পারে দেশ

রোববার, সেপ্টেম্বর ২২, ২০২৪
কার্যকর পদক্ষেপ নিতে না পারলে আবারো ভয়াবহ বন্যার মুখে পড়তে পারে দেশ

নিজস্ব প্রতিবদেক: 

ফেনীসহ দেশের ১১ জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে স্বল্প, দীর্ঘ ও মমধ্যমেয়াদী পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার আয়োজনে সাম্প্রতিক বন্যা; কারণ ও করনীয় শিরোনামের এই গোলটেবিল বৈঠকে পুনর্বাসনসহ নানা সুপারিশ উঠে আসে। এতে আরো বলা হয়, কার্যকর পদক্ষেপ না নিতে পারলে আবারো বড় ধরণের বন্যার মুখে পড়তে পারে বাংলাদেশ। 

গোলটেবিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী । ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি আদিত্য আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র- ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড.  আহমদ কামরুজ্জামান মজুমদার এবং রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।  

এতে বক্তব্য দেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ- আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. নাজিম উদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি আইউব ভুইয়া, সিনিয়র সাংবাদিক মোতাহের হোসেন মাসুম, ফেনী সমিতির সহ সভাপতি মেসবাহ উদ্দি সাঈদ, রোম কর্পোরেশনের চেয়ারম্যান দিদারুল আলম মজুমদার, কানাডার মানবাধিকার আন্দোলনের নেতা হুমায়ুন কবির পাটোয়ারি প্রমূখ। 

এছাড়া, গোলটেবিলে উপস্থিত ছিলেন, ফেনী সাংবাদিক ফোরামের সহ সভাপতি সারওয়ার আলম ও জাফর ইকবাল, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন ফয়সল, সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম সোহেল, বিনোদন সম্পাদক সাখাওয়াত মিশু, নির্বাহী সদস্য আমির হোসেন জনি। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমার ৮০ বছরের জীবনে এত পানি কখনো দেখিনি। সরকারি-বেসরকারী নানা ধরণের পদক্ষেপ নেয়া নাহলে ফেনীসহ দেশের বেশিরভাগ অঞ্চল আবারো হয়ত ডুবে যাবে।’ বাংলাদেশকে না জানিয়ে নদীর পানি ছেড়ে দেয়ায় ভারতের সমালোচনা করেন তিনি। যৌথ নদী কমিশনে ভালো খা্ওয়া-দাওয়া ছাড়া তেমন কিছুই হয় না বলে মন্তব্য করেন তিনি। 

অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রতিবেশি দেশ অনেক বছর ধরে বাংলাদেশের সাথে অন্যায় আচরণ করে আসছে। তবে সৈরাচারের বিদায়ের পর দেশপ্রেমিক জনগন নিজেদের হিস্যা আদায় করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বন্যার্ত মানুষের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব ধরণের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, নতুন সরকারের আমলে সব দাতা সংস্থা এবং দেশ বাংলাদেশকে সহায়তার হাত বাড়াচ্ছে, তাই আর্থিক কোন সংকট হবে না। সরকারের প্রতি আস্থা রেখে সহযোগিতার আহবান জানান জ্যেস্ঠ এই অর্থনীতিবিদ। 

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দীর্ঘমেয়াদে সহযোগিতার প্রয়োজন হবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কৃষি এবং মৎস ও পশু খাতে মারাত্নক ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, পুঁজি হারানো কৃষক ও খামারীদের টেনে তুলতে না পারলে সংকট ঘনীভূত হবে। এই খাতে সহজ শর্তে ঋণ দেয়ার আহ্বান জানান তিনি। 

মূল প্রবন্ধে বলা হয়, এবারের বন্যা শুধু বৃষ্টি বা উজানের ঢল থেকে হয়নি। ভারত পানি নিয়ে যে আচরণ করেছে তা রীতিমত পানি আগ্রাসনের পর্যায়ে পড়ে। আরো বলা হয় এবারের বন্যায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১৪ হাজার কোটি টাকা। আর জেলা হিসেবে ফেনীর ক্ষতি ২ হাজার ৬শ ৮৬ কোটি টাকা। এর মধ্যে কৃষিতে ১২শ কোটি, শিক্ষায় ৩৮ কোটি, সড়ক অবকাঠামো ১শ ৪০ কোটি, মোটরযানে ৬১ কোটি, ঘরবাড়িতে ৬শ ৯২ কোটি এবং ব্যবসায় প্রতিষ্ঠানে ৫শ ৫৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

এছাড়া, বন্যার জন্য দায়ী দেশকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা, পরশুরামে বিএসএফের কেটে দেয়া বাঁধ দ্রুত মেরামত, ফেনী নদী থেকে অবৈধভাবে পনি উত্তোলন বন্ধ করা, আন্তর্জাতিক পানি প্রবাহ আইনে সই নিশ্চিত করা, বিজ্ঞান ভিত্তিক গবেষনার মাধ্যমে বন্যা থেকে সুরক্ষা নিশ্চিত করা, কৃষি ও মৎসসহ সকল খাতের ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণ দেয়া, সকল নদী থেকে বাঁধ ও ব্যারাজ তুলে দেয়া এবং বন্যার আগাম তথ্য আদান-প্রদানসহ ১৫ দফা করণীয় তুলে ধরা হয় মূল প্রবন্ধে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল