নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) নতুন রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধাভোগী ও জুলাই অভ্যুথান ছাত্রজনতার আন্দোলনের বিপক্ষে থাকা ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হালিমা আক্তারকে।
রবিবার (২২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব শাহ্ নুসরাত জাহানের সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ৯ এপ্রিল ২০২৪ আওয়ামীলীগ সরকারের আমলে হালিমা আক্তারকে ৪ বছরের জন্য মেডিকেল শিক্ষা এক্রিডিটেশন বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
স্বৈরাচার সরকারের আমলের মেডিকেল শিক্ষা এক্রিডিটেশন বোর্ডের সদস্য ও আন্দোলনের বিপক্ষে থাকা হালিমা আক্তারকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়ায় নার্সিং সেক্টর নিয়ে দীর্ঘদিন কাজ করা ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে নার্সিং নেতৃবৃন্দরা জানান, তিনি এ পদে জয়েন করলে তারা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করবেন। তাই অবিলম্বে যেন সরকার হালিমা আক্তারের নিয়োগ বাতিল করেন, সে দাবি তাদের।
এ বিষয়ে নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) সভাপতি জাহানারা খাতুন বলেন, তার বয়স শেষ, তাকে নিয়ম না মেনে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের লোক, তাকে চাইনা।
এমআই