সময় জার্নাল ডেস্ক :
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয় নাটোরের উদ্যোগে ও পিপলস্ ফুটওয়্যার এন্ড লেদার গুডস্ এর সহযোগিতায় বিসিক নাটোর শিল্পনগরীতে স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী 'বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা-২০২১' শুরু হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (৫ মার্চ) মাসব্যাপী মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান. নটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতিত্ব করেন নাটোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিকের রাজশাহী অঞ্চলের পরিচালক জাফর বায়েজীদ।
বিশেষ অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মেলার আয়োজন করে করোনা ক্ষতিগ্রস্থ সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে বিসিক। স্বাস্থ্যববিসিক স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে যাতে উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ মেলায় আগত উদ্যোক্তা ও ক্রেতা-বিক্রেতাগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিঁনি বলেন করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাগণকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোহিতার আশ্বাস দেন।
মেলায়, ৫০টি স্টলে হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, চামড়া ও চামড়াজাত পণ্য, ঘরের অভ্যন্তরীণ সাজ-সজ্বা সামগ্রী, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশিয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তাগণ।
মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।
সময় জার্নাল/ইএইচ