নিজস্ব প্রতিবেদক:
উচ্চ মূল্যস্ফীতি লাগাম টানতে নীতি সুদহার আরো ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে এটি কার্যকর করা হবে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এবিষয়ে অবহিত করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
চলতি বছরে এনিয়ে চতুর্থবারের মতো নীতি সুদহার বাড়ানো হলো।
গতকাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, চলতি সপ্তাহে একবার এবং সামনের মাসে আরো একবার নীতি সুদহার বাড়ানো হবে, তারপরেই এলো আজকের সিদ্ধান্ত।
সোমবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, তিনি বলেন, 'মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কনট্র্যাকশনারি মানিটরি পলিসি (সংকুলানমূলক মুদ্রানীতি) অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে একবার পলিসি রেট (নীতি সুদহার বাড়ানো) হবে। আগামী মাসেও একবার পলিসি রেট বাড়ানো হবে।' আগামী মার্চ বা এপ্রিল নাগাদ মূল্যস্ফীতি পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আমি আশাবাদী।
এর আগে গত ২৫ আগস্ট নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
তারপর নীতি সুদহার আরো বাড়ানোর এ সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো যে টাকা ধার করে, তার সুদহার বাড়বে। পাশাপাশি ব্যাংকগুলোতে রাখা আমানত ও ব্যাংকঋণের সুদহারও বেড়ে যাবে।
এমআই