মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে save the children আয়োজিত ইনভেস্ট ইন ওমেন আইডিয়া চ্যালেঞ্জ ২০২৪ এর বিজয়ী দল Team STEM এর আয়োজনে স্টেম এডুকেশন ও ইনোভেশন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ ওয়ার্কশপের শুভ উদ্বোধন করেন নলছিটি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
এ উপলক্ষে আরও উপস্থিত ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী, নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম, ইসলামিক ফাউন্ডেশনের নলছিটি উপজেলা সুপারভাইজার মাওলানা শাহাবুদ্দিন, সরকারী নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম বাশার, নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলওয়াত করেন আবদুর রহমান, টিম স্টেমের লিডার নুসরাত জাহানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন তারুণ্যের নলছিটির কনভেনশন ও টিম স্টেমের কোঅর্ডিনেটর খালেদ সাইফুল্লাহ।
আয়োজকরা জানান, ওয়ার্কশপে সেশন বাই সেশন শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গনিত বিষয়ের উপর দক্ষতা বাড়ানোর কৌশল শেখানো হবে। নলছিটির পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ইভেন্ট কো অর্ডিনেটর মেহেরাব হোসেন রিফাত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।
সময় জার্নাল/এলআর