শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিভাগীয় বিতর্ক সংগঠন ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশন'র ২০২৪-২৫ সালের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ই সেপ্টেম্বর ), সংগঠনটির প্রধান উপদেষ্টা ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ এমদাদুল হক ও সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি শারমিন আক্তার কেয়া ও সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয় এবং সংগঠন কর্তৃক আয়োজিত আন্তঃব্যাচ বিতর্ক উৎসব-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে নথি ও দায়িত্ব হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপ্তি হতে জানা যায়, নব গঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সীমান্ত মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের বিশ্ববিদ্যালয়ের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান ফাহিম। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মেজবাহ উদ্দিন, মোঃ সাইদুল হাসান ও জুহায়ের আনান লাজিম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন মেহেদী হাসান, আব্দুল্লাহ আল সায়েম ও এহসানুল হক। এছাড়াও, নবগঠিত আট সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিকে পরবর্তী দশ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
সময় জার্নাল/তানহা আজমী