টি আই তারেক, যশোর: প্রেসক্লাব যশোরের নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী আসন্ন নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড. শাহরিয়ার বাবু জানান, ১৫টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৭ জন। তবে সদস্য পদে সাজ্জাদ গণি খাঁন রিমন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এজন্য ১৫ পদে ২৬ জন প্রার্থিকে চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাবেক সম্পাদক মতিনুজ্জামান মিটু। সহসভাপতির দুটি পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন-বর্তমান সহসভাপতি নুর ইসলাম, আনোয়ারুল কবীর নান্টু এবং মহিদুল ইসলাম মন্টু ও ওয়াহাবুজ্জামান ঝন্টু।
সম্পাদক পদে বর্তমান সম্পাদক আহসান কবীর, সাবেক সম্পাদক এস এম তৌহিদুর রহমান ও জুয়েল মৃধা, যুগ্ম সম্পাদক দুটি পদে সরোয়ার হোসেন, হাবিবুর রহমান মিলন ও মোকাদ্দেছুর রহমান রকি, কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান রিপন ও জাহিদ আহমেদ লিটন, দফতর সম্পাদক পদে আব্দুল কাদের ও তৌহিদ জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুজ্জামান মুনির ও তহীদ মনি।
নির্বাহী সদস্য ৬টি পদের বিপরীতে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন কাজী আশরাফুল আজাদ, মুর্শিদুল আজিম হিরু, শহিদ জয়, ফিরোজ গাজী, জাহিদুল কবীর মিল্টন, আব্দুল ওয়াহাব মকুল, সাজেদ রহমান ও শিকদার খালিদ ।
সময় জার্নাল/এমআই