শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

নলছিটি উপজেলা স্বাস্থ্য কম‌প্লেক্স`র নার্সদের কর্মবিরতি পালন

মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪
নলছিটি উপজেলা স্বাস্থ্য কম‌প্লেক্স`র নার্সদের কর্মবিরতি পালন

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে কর্মরত সকল নার্স মঙ্গলবার (১অক্টোবর ) ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। নার্সিং ও মিডওয়াইফা‌রি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করেন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য প্রকল্পের সিনিয়র স্টাফ নার্স মো.লোকমান হোসেন খান বলেন, নার্সিং ও মিড ওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা দাবি (নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল প্রশাসন ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন) আদায়ের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য প্রকল্পে কর্মরত সকল নার্স ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন।

সরকার তাদের এক দফা দাবি মানা না পর্যন্ত কেন্দ্রীয় সংস্কার পরিষদ ঘোষিত সকল কর্মসূচি তারা পালন করবেন বলেও জানান তিনি।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল