সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
প্রকাশ্যে জুলাইয়ের আন্দোলনের বিরোধীতা, শিক্ষার্থীদের হুমকি এবং বিভিন্ন সময়ে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই নেতা। বুধবার (২ অক্টোবর) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসলে তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগের শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদেরকে উদ্ধার করে ইবি থানা পুলিশে কাছে সোপর্দ করেন।
তোপের মুখে পড়া দুজন হলেন- শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহিনুর পাশা এবং নাট্য ও বিতর্ক সম্পাদক আল আমিন। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রহমান বলেন, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়েই পরীক্ষা দিতে আসে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদেরকে থানায় হস্তান্তর করে। তারা এখন আমাদের হেফাজতে আছে।
সময় জার্নাল/তানহা আজমী