মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাতে পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল (৬৫), পৌর যুবলীগের সদস্য আবু সাঈদ (৫৫) ও পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাঃ সম্পাদক আরাফাত কাওছার হৃদয় (২৭)।
গত ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় যানবাহন ভাংচুর, দুইটি মোটরসাইকেল ও দোকান ঘরে অগ্নি সংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এসময় বেশ কয়েকজন আহত হয়।
এঘটনায় গত ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগ আছে।
এসব ঘটনায় হওয়া মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সময় জার্নাল/এলআর