জাহিদুল ইসলাম,রাবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করতে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
রাবির রেজিস্ট্রার দপ্তরের পাঠানো এক চিঠির মাধ্যমে জানা যায়, বিভাগীয় শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আইআর বিভাগের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অধ্যাপক আব্দুল্লাহ মামুন চৌধুরীকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
রাবির রেজিস্ট্রার দপ্তরের পাঠানো এক চিঠির মাধ্যমে জানা যায়, বিভাগীয় শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আইআর বিভাগের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অধ্যাপক আব্দুল্লাহ মামুন চৌধুরীকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
অভিযোগ তদন্ত করতে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগে অধ্যাপক এ. এফ. এম. মাসুদ আখতার, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক শাফিউল ইসলাম ও আইন বিভাগের অধ্যাপক মোর্শেদুল ইসলাম পিটার।
সময় জার্নাল/তানহা আজমী