মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১ এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পর্বে মেয়ে ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা নাহিদ ও ছেলে ক্যাটাগরিতে প্রথম হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী জয়নাল আবেদীন।
শনিবার (৬ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বেলুন উড়িয়ে ম্যারাথনের শুভ উদ্বোধন করেন।
পাঁচ কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথনটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকা হয়ে পুনরায় গোল চত্বরে এসে শেষ হয়। ম্যারাথন শেষে মেয়ে এবং ছেলে দুই ক্যাটাগরিতে পুরষ্কার বিতরন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
পুরষ্কার বিতরন অনুষ্ঠানে উপাচার্য বলেন, 'এবার আমরা স্বল্প পরিসরে ম্যারাথন আয়োজন করেছি। পরেরবার আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা আছে আমাদের। আমরা এর সূচনা করে দিয়ে যাব। এর ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব তোমাদের।'
ক্রীড়া কমিটির সমন্বয়ক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম বলেন, 'যারা ম্যারাথনে অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও আমরা সফল একটি ম্যারাথন শেষ করতে পেরেছি। সামনে আরও ভাল কিছু করার পরিকল্পনা আমাদের আছে। '
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১ এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় পর্বে দ্বিতীয় হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী সোহাগ আকন্দ এবং তৃতীয় হয়েছেন বাংলা ১১ তম ব্যাচের শিক্ষার্থী সোপন সুত্রধর।
সময় জার্নাল/এমএইচ/ইএইচ