পলাশ শরীফ,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রদত্ত সহযোগিতা হিসাবে চালের ডিও প্রদান করা হয়েছে। পাশাপাশি পূজা প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বদরুদ্দোজা।
উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার রায়, উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, উপজেলা জামায়েত আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, সেনাক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ সাদ, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা গোলাম আহাদ সহ উপজেলায় ৭৬ টি মন্দিরের সভাপতি সম্পাদকবৃন্দ। সভা শেষে ৭৬ টি মন্দিরে আনুষ্ঠানিকভাবে চালের ডিও বিতরণ করা হয়।
সময় জার্নাল/তানহা আজমী