খালেদ হোসেন টাপু,রামু প্রতিনিধি:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলা নায়েবে আমীর, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার সাবেক প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুল জলিল রহ. গতকাল সোমবার (৭ অক্টোবর) দুপুর ১ টা ৪০ মিনিটে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী কাজী পাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি স্ত্রী, ৬ মেয়ে, নাতি-নাতনি, শিক্ষার্থী, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে যান।
খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর ঘনিষ্ঠ সান্নিধ্যধন্য ছাত্র, প্রবীণ এ আলেমেদ্বীন জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে ফারেগ হওয়ার পর দীর্ঘদিন জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীতে শিক্ষকতার খেদমত আঞ্জাম দেন ।পরে তিনি রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসায় উল্লেখযোগ্য সময় কৃতিত্বের সাথে শিক্ষকতা করেন। তাঁর অসংখ্য ছাত্র ইসলাম, দেশ ও জাতির কল্যাণে বহুমুখী খেদমতে নিবেদিত রয়েছেন। প্রবীণ এ আলেমেদ্বীনের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল সোমবার (৭ অক্টোবর) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পশ্চিম উমখালী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নামাযে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়। নামাযে জানাযায় ইমামতি করেন, মরহুমের জামাতা বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আব্দুল গফুর নদীম।
জানাযার নামাযের পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, মরহুমের ছাত্র, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার সাবেক শিক্ষা পরিচালক মাওলানা হাফেজ তাহের সাঈদ, মরহুমের নাতি মাওলানা হাফেজ মুসা।
এছাড়াও নামাযে জানাযায় বিশিষ্ট আলেম-ওলামা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক শোকার্ত তাওহিদী জনতা শরীক হন।
শোক বার্তায় তাঁরা বলেন, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুল জলিল রহ. দ্বীনি শিক্ষতার পাশাপাশি আধ্যাত্মিক মেহনতেও নিবিষ্ট ছিলেন। হাটহাজারীর শায়খুল হাদীস মাওলানা আব্দুল আজিজ রহ., শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও জিরির আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব রহ. এর সাথে তিনি রুহানী সম্পর্ক স্থাপন করেছিলেন। তিনি ছিলেন, ইসলামের ইতিহাসের একজন প্রাজ্ঞ শিক্ষক, একনিষ্ঠ সমাজহিতৈষী ও রাজনীতি সচেতন বিজ্ঞ আলেম। তাঁর ইন্তেকালে আমরা একজন মুখলিস আলেমেদ্বীনকে হারালাম।
আমরা আল্লাহ তা'আলার দরবারে মরহুমে রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
সময় জার্নাল/তানহা আজমী