নিজস্ব প্রতিবেদক:
শিগগিরই ডিমকে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ডিম দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সিন্ডিকেটের কারণেই ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়ে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, হাতবদল ও চাঁদাবাজির জন্য দাম বেড়েছে। এসব বিবেচনায় দ্রুত ডিমকে অত্যাবশ্যকীয় পণ্যে হিসেবে ঘোষণা করা হবে।
ফরিদা আখতার বলেন, বন্যার কারণে দেশের অনেক খামার নষ্ট হয়েছে। এসব খামার উৎপাদনে যেতে কিছুটা সময় লাগছে। সব মিলিয়ে সরবরাহে সমস্যা হচ্ছে। তবে সিন্ডিকেট ডিমের মূল্য বৃদ্ধির মূল কারণ।
উপদেষ্টা আরও বলেন, এসব বিষয় মাথায় নিয়েই কাজ করছে সরকার। বাজারে নিয়মিত অভিযান চলছে। ইতোমধ্যে পাইকারিতে কিছুটা দাম কমছে। দ্রুতই দাম নাগালে আসবে।
এমআই