দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার বিকালে (১৫ অক্টোবর ) স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লুৎফুল কবির চন্দন, সহকারি জেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম তালুকদার, স্বর্নকলি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহে আলম, জেলা শিক্ষা অফিসের ডিস্ট্রিক ট্রেনিং কো-অর্ডিনেটর পিযুষ কুমার রায়, সহকারি প্রোগ্রামার সুতপা ঘটক, গবেষণা কর্মকর্তা মাহবুর রহমান, সহকারি পরিদর্শক নরেশ বিশ্বাস, সহ. প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমূখ।
সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃকামরুজ্জামান।অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান ।
সময় জার্নাল/এলআর