মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

হামাসপ্রধান সিনওয়ারকে যেভাবে হত্যা করেছে ইসরায়েল

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
হামাসপ্রধান সিনওয়ারকে যেভাবে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় এক বছরেরও বেশি সময় ধরে হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজছিল ইসরায়েল। ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা করার পরপরই তিনি গাজায় লুকিয়ে যান। বেশিরভাগ সময় গাজা উপত্যকার নিচে সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন ৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ার।

বলা হচ্ছিল, সেখানে তার সুরক্ষার জন্য কয়েকজন দেহরক্ষী এবং ইসরায়েল থেকে আটককৃত কিছু জিম্মি ছিল যাদেরকে ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করা যায়।

কিন্তু শেষ পর্যন্ত মনে হচ্ছে যখন তিনি দক্ষিণ গাজায় ইসরায়েলি টহলদারদের একটি দলের মুখোমুখি হন তখন তার সাথে খুবই কম সংখ্যক দেহরক্ষী ছিল। কোনও বন্দিও সেখানে পাওয়া যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, তাদের ৮২৮তম বিসলামাক ব্রিগেডের একটি ইউনিট বুধবার রাফাহ অঞ্চলের তাল আল-সুলতান এলাকায় টহল দিচ্ছিল।

তারা তিনজন সশস্ত্র ব্যক্তি চিহ্নিত করে এবং তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। তাদের সবাই নিহত হয়। সেই সময় সংঘর্ষটি বিশেষ কিছু মনে হয়নি এবং সৈন্যরা বৃহস্পতিবার সকালের আগ পর্যন্ত ঘটনাস্থলে ফিরেও যায়নি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যখন মরদেহ পরীক্ষা করা হচ্ছিল তখন একজনের সঙ্গে হামাসের নেতার অদ্ভুত ধরনের মিল লক্ষ্য করা যায়। তবে আত্মঘাতী কোনো ফাঁদ থাকার ঝুঁকি বিবেচনায় দেহটি সেখানে রেখেই দেওয়া হয়েছিল। এর পরিবর্তে একটি আঙুলের অংশ কেটে নিয়ে পরীক্ষা করার জন্য ইসরায়েলে পাঠানো হয়। পরবর্তীতে তার দেহ বের করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।

আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, তার বাহিনী ‘জানত না তিনি সেখানে ছিলেন, কিন্তু আমরা কাজ চালিয়ে গেছি। সৈন্যরা তিনজন পুরুষকে বাড়ি বাড়ি ছুটতে দেখেছিল এবং তারা নাগালের বাইরে চলে যাওয়ার আগেই তাদের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। যিনি পরে সিনওয়ার হিসেবে চিহ্নিত হয়েছেন, তিনি একাই একটি ভবনে দৌড়ে গিয়েছিলেন এবং তাকে সেখানে ড্রোনের মাধ্যমে চিহ্নিত করে হত্যা করা হয়।’

সিনওয়ার যেসব জিম্মিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল বলে ধারণা করা হয় তাদের কেউই সেখানে উপস্থিত ছিল না। তার সঙ্গে এতটা ছোট একটা দলের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে হয় তিনি সবার দৃষ্টির অগোচরে চলাফেরার চেষ্টা করছিলেন, অথবা যারা তার সুরক্ষার জন্য ছিল তাদের বেশিরভাগ মানুষকে তিনি হারিয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘সিনওয়ার মারা গেছে যখন তিনি হেরে গেছেন, পালিয়ে বেড়াচ্ছিলেন। তিনি একজন কমান্ডার হিসেবে মারা যাননি, বরং শুধু নিজের চিন্তা করা একজন মানুষ হিসেবে মৃত্যুবরণ করেছেন। এটা আমাদের সব শত্রুর জন্য একটি পরিষ্কার বার্তা।’

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিনওয়ার হত্যার শেষ মুহূর্তগুলো ইসরায়েলের প্রকাশ করা ড্রোনের ফুটেজে দেখা গেছে।

ড্রোনটি একটি বিধ্বস্ত ভবনের দ্বিতীয় তলার খোলা জানালা দিয়ে উড়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে কিছুদূর গিয়ে থেমে যায়। সেখানে মাথা ও মুখমণ্ডল ঢাকা একজন ব্যক্তিকে ধ্বংসস্তূপের মাঝে পড়ে থাকা একটি সোফায় বসে থাকতে দেখা যায়। সোফাগুলোও ধুলায় ধূসর বর্ণ ধারণ করেছিল। ড্রোনের কারণেও কিছুটা ধুলা উড়ছিল।

মুখমণ্ডল ঢাকা যে ব্যক্তিকে সিনওয়ার হিসেবে উল্লেখ করা হচ্ছে তাকে দেখে আহত মনে হচ্ছিল। তার হাতে লাঠির মতো একটা কিছু দেখা যায় যেটা তিনি ড্রোনের দিকে ছুড়ে মারেন। এরপর ভিডিওটি শেষ হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইসরায়েল প্রথমে ঘোষণা করে, স্থানীয় সময় বিকেলে গাজায় সিনওয়ার নিহত হয়েছে কি না সে ‘সম্ভাবনার তদন্ত করছে।’ এই ঘোষণার কয়েক মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে একজন পুরুষের মৃতদেহের ছবি দেখা যায়, যার সঙ্গে হামাস নেতার খুব মিল রয়েছে। তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং ছবিটি এতটা ভয়াবহ যে তা প্রকাশের উপযোগী না।

তবে কর্মকর্তারা সে সময় সতর্ক করেন যে নিহত তিনজনের মধ্যে কারও পরিচয় পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। এরপর খুব বেশি সময় না যেতেই ইসরায়েলি সূত্রগুলো বিবিসিকে জানায়, তারা সিনওয়ারকে হত্যা করেছে সে বিষয়ে তাদের ‘আত্মবিশ্বাস বাড়ছে’। যদিও তারা বলেছিল যে মৃত্যু নিশ্চিত করার আগে সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। পরীক্ষাগুলো করতে দীর্ঘ সময় লাগেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েল সিনওয়ারকে ‘নির্মূল’ করার তথ্য নিশ্চিত করে।

ইয়াহিয়া সিনওয়ার সুনির্দিষ্ট অভিযানের ভিত্তিতে নিহত না হলেও আইডিএফ জানাচ্ছে তারা বেশ কয়েক সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সেসব এলাকায় কাজ করেছে যেখানে তিনি থাকতে পারেন। ইসরায়েলি বাহিনী সিনওয়ারকে দক্ষিণের শহর রাফাহতে খুঁজে বের করার চেষ্টা করেছে এবং ধীরে ধীরে তার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল।

সিনওয়ার এক বছরেরও বেশি সময় ধরে পালিয়ে ছিলেন। ইসরায়েলি চাপ বেড়ে যাওয়ার বিষয়টি তিনি সন্দেহাতীতভাবে ধরতে পেরেছিলেন। বিশেষত যখন মোহাম্মদ দায়েফ ও ইসমাইল হানিয়ের মতো অন্য হামাস নেতাদের হত্যা এবং ৭ অক্টোবরের ঘটনার জন্য যে অবকাঠামো ব্যবহার করা হয়েছিল সেগুলো ধ্বংস করা হয়েছিল।

একটি বিবৃতিতে, আইডিএফ বলেছে, দক্ষিণে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ‘আমাদের অভিযান ইয়াহিয়া সিনওয়ারের গতিপথ সীমিত করে ফেলেছিল যেহেতু তাকে তাড়া করা হচ্ছিল এবং এর ফলশ্রুতিতে তাকে নির্মূল করা হয়েছে।’

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের একটি বড় উদ্দেশ্য ছিল সিনওয়ারকে হত্যা করা। তবে তার মৃত্যুতে গাজার যুদ্ধ শেষ হবে না।

শুক্রবার (১৮ অক্টোবর) হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নায়েম এক বিবৃতিতে বলেন, মনে হচ্ছে ইসরায়েল বিশ্বাস করে আমাদের নেতাকে হত্যা করলেই আমাদের আন্দোলন কিংবা ফিলিস্তিনের মানুষের সংগ্রাম থেমে যাবে। কিন্তু সেটি শেষ করা যাবে না।

সিনওয়ারের নাম উল্লেখ কিংবা কিংবা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত না করে নায়েম বলেন, প্রিয়জন হারানোটা খুবই বেদনাদায়ক।

এদিকে, নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ‘প্রতিশোধ নিয়েছেন’। যদিও তিনি জোর দিয়ে বলেছেন, হামাসের হাতে বন্দি কমপক্ষে ১০১ জিম্মির জীবন রক্ষার আগ পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘প্রিয় বন্দি পরিবারগুলোর জন্য, আমি বলছি: এটি যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা সকলের, আমাদের প্রিয়জনদের বাড়িতে ফিরিয়ে আনতে সম্পূর্ণ শক্তিতে লড়াই চালিয়ে যাব।’

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল