মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪
প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থিত একটি লেখক সংগঠন এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সমর্থিত সংগঠন 'ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন' জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার চেষ্টা করে। এ মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল ঐতিহাসিক ৭ মার্চ এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানানো। তবে এ সময় বিএনপির ১০ থেকে ১৫ জন নেতাকর্মী তাদের মানববন্ধন ব্যাহত করার চেষ্টা করে।

ঘটনার এক পর্যায়ে বিএনপির ৪ থেকে ৫ জন কর্মী আওয়ামী লীগের এক কর্মীকে বেধড়ক মারধর করে। এ ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বিএনপির নেতাকর্মীদের বলতে শোনা যায়, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর-পালাইতেছে।’

প্রসঙ্গত, প্রেসক্লাবের সামনে এমন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

সময় জার্নাল/তানহা আজমী


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল