নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন,শেখ হাসিনার স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে লুটপাট আর জুলুম চালিয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। দু'দিন আগেও পালাবেন না বলে ঘোষণা দিয়েও তিনি ভেগে গেছেন।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের আঁটি বাজার ও হযরতপুর ব্রিজের বন্ধ হওয়া কাজ চালু করার জন্য সওজ প্রকৌশলী দলের সঙ্গে অসম্পূর্ণ সেতুগুলি পরিদর্শন শেষে হযরতপুর ব্রিজে এক জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই কেরানীগঞ্জে চার বার আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। তার প্রতিদানে কেরানীগঞ্জে হাসনাবাদ, কদমতলী, ওয়াশপুর ও আলীপুরে চারটি সেতু আমার নেতৃত্বে করেছি। এই সেতুর সঙ্গে রাস্তাঘাট নির্মাণ করার মধ্য দিয়ে কেরানীগঞ্জকে উন্নয়নের মহাসড়কে আমরা নিয়ে গেছি।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সবাই সহায়তা করবো। যাতে করে এই সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে একটি সুষ্ঠু নির্বাচনে মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এই সরকারকে অস্থিতিশীল করার যে কোনো ধরনের চক্রান্তকে আমরা সবাই সম্মিলিতভাবে প্রতিহত করবো। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন এবং আপনাদের ভোটে আবারও বিএনপি ক্ষমতায় আসবে।
সময় জার্নাল/মমি