এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির নাম ভাঙ্গিয়ে দলীয় সাইনবোর্ড ঝুলিয়ে বিএনপি নেতা আমির আলী তালুকদার ৯টি দোকান দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভূক্তভোগী পরিবারের ছেলে মাহমুদুল হাসান শুভ (২৩ অক্টোবর) বুধবার বেলা ১১টায় মোরেলগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তুলেন।
লিখিত বক্তাব্যে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মৃত. শাহবুদ্দিন তালুকদারের ছেলে মাহমুদুল হাসান শুভ বলেন, মোরেলগঞ্জ পৌর শহরের নব্বইরশী বাসষ্ট্রান্ডে মডেল মসজিদের সামনে তার পৈত্রিক ৫৬ শতক রেকর্ডীয় জমির মধ্যে একটি অংশে ৯টি দোকান ঘর তৈরি করে ২০০৭ সাল থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ভাড়া দিয়ে আসছি।
সেই জমিতে থাকা দোকানগুলো গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একই এলাকার ১৯৭১ সালে যুদ্ধপরাধী মামলার আসামি ৪ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আমির আলী তালুকদার ও তার লোকজন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দলীয় প্রভাব খাটিয়ে বিএনপির অফিস হিসেবে ব্যবহার করে। তার দুই দিন পরে উধাও হয়ে যায় সাইনবোর্ড!।
পরবর্তীতে ওই জমিতে পূর্বের ভাড়াটিয়া ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে বিএনপি নেতা আমির আলী নিজ দখলে নেয় ৯টি দোকান এবং আদায় করা হয় তাদের নিকট থেকে ৬ লাখ টাকা। এ ছাড়াও তার ভাড়াটিয়াদের নিকট থেকে বø্যাংক স্ট্রাম্পে স্বাক্ষর করেও নেয় বলে অভিযোগ সংবাদ সম্মেলনে।
মাহমুদুল হাসান আরও বলেন, আমার পিতা শিক্ষক পেশায় থেকেও সাধারণ মানুষের পাসে থেকেছেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কর্মী ছিলেন। দল করাই কি ছিলো তার অপরাধ!। যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা কারও জমি বাড়িঘর, ঘের দখল না করার। সেখানে দলের সাইনবোর্ড ব্যবহার করে প্রকাশ্যে দিবালোকে ৯টি দোকান দখল করল বিএনপি এ নেতা। এ ঘটনার প্রতিকার চেয়ে দলীয় নেতৃবৃন্দ ও উর্দ্ধতন প্রশাসনের প্রতি ন্যায় বিচার দাবি করেছেন।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল বলেন, জমি নিয়ে বিরোধ, তাদের পারিবারিক বিষয়। এতে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।
এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির আলী তালুকদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন তিনি কারও জমি দখল করেনি। উল্টো শাহবুদ্দিন তালুকদার জীবিত থাকা কালিন ২০১১ সালে তার জমি দখল করে নিয়েছে।
সময় জার্নাল/এলআর