শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট

বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪
যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট

টিআই তারেক,যশোর প্রতিনিধি:

যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে নবীন বরণ এবং গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বর্ণিল আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয় অনুষ্ঠানটি।

এতে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মজিদ। সভাপতিত্ব করেন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজ বেগম।

বক্তব্য রাখেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রæপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন। আরও বক্তৃতা করেন আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের এ্যাসোসিয়েট ডিরেক্টর মিসেস নাজমুন নাহার, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মেহেরুন্নেছাসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, নার্সিং একটি মহৎ পেশা সন্দেহ নাই। কিন্তু দেশের নার্সিং পেশার মান নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এখান থেকে উত্তরণে ভ‚মিকা পালন করতে হবে। এজন্য নার্সিং শিক্ষার্থীদের উন্নত দেশের নার্সদের মডেল অনুসরণ করারও পরামর্শ দেন তিনি। তিরি আরও বলেন, ডাক্তার এবং নার্সদের সেবা মানবতার কল্যাণে। সেবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।

অনুষ্ঠানে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১৯তম ব্যাচের নবাগত নার্সিং ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া আদ্-দ্বীন নার্সিং এর প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী, যারা বর্তমানে আদ্-দ্বীনের নিজস্ব হাসপাতাল সমূহে এবং সরকারি হাসপাতালে কর্মরত এরকম ১১জনকে  ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগমকে নার্সিং পেশায় বিশেষ অবদানের জন্য সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন হাসপাতাল সমূহ এবং নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সনজয় সাহা, ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, যশোর সরকারি নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ আরজিনা খাতুন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের নার্সিং উপসেবা তত্বাবধায়ক ফেরদৌসী বেগমসহ বিভিন্ন বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষগণ, মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চিকিৎসকগণ, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রথম পর্বের অনুষ্ঠান শেষে ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

সময় জার্নাল/তানহা আজমী


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল